বাগেরহাট পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ জন মাদক ব্যবসায়ীসহ ৩৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান চালানো হয়। আটকৃতদের কাছ থেকে ২১ পিস ইয়াবা, ৬ লিটার মদ ও ৯শ' গ্রাম গাজাসহ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সন্ত্রাসী, অপরাধী, অস্ত্রধারী এবং মাদক নির্মূলে বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। বৃহস্পতিবার রাতে অভিযান চলাকালে ৩৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জন মাদক ব্যবসায়ী ও ২৩ জন বিভিন্ন মামলার পলাতক আসামি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ