লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে জড়িয়ে একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচারিত সংবাদকে মিথ্যা ও ভুয়া আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। (আজ) শুক্রবার সকালে জেলা শহরে কর্মরত সংবাদকর্মীদের একটি কার্যালয়ে রামগঞ্জের মুক্তিযোদ্ধা আমীর হোসেন এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা আমির হোসেন বলেন, রামগঞ্জের জনৈক আব্দুর রশিদকে মুক্তিযোদ্ধা বানিয়ে দিতে তিনি ১০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেছেন মর্মে গত ২৫ ফেব্রুয়ারী একটি বেসরকারি টেলিভিশনে একটি সংবাদ প্রচার হয়। ওই সংবাদে তার কোন বক্তব্য নেয়া হয়নি। এতে করে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওই মুক্তিযোদ্ধাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একইসাথে প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান ওই মুক্তিযোদ্ধা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দিলিপ কুমার পাটোয়ারী, পরেশ চন্দ্র সুত্রধর, শাহজান ও অনিল রঞ্চন দেবনাথ প্রমুখ। এসময় এসব মুক্তিযোদ্ধারাও আমীর হোসেনের নীতি নৈতিকতা নিয়ে আলোকপাত করেন।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৭/হিমেল