রাজশাহীর বাগমারায় জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আবদুর রশিদ (৩৮)। তিনি উপজেলার শ্রীপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। শুক্রবার ভোরে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করা হয়। এরপর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় আবদুর রশিদকে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহম্মেদ জানান, আবদুর রশিদ পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের মাধ্যমে তিনি জেএমবিতে যোগ দিয়েছিলেন। সে সময় বাংলাভাইয়ের সহযোগিতায় আবদুর রশিদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ওই সময় তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলাও দায়ের হয়েছিল। ওই মামলায় আদালত থেকে অব্যাহতি পেলেও এলাকায় ফিরে তিনি আবারো জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত হয়েই তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ