কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মানিক নগর গ্রামের বাবর আলী সানার ছেলে নাসির সানা (৫০) ও খোর্দ্দ বাটরা গ্রামের আহম্মদ আলীর ছেলে ইনছার আলী(৪০)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা মামলার দুই আসামিকে গভীর রাতে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৭/হিমেল