দুর্নীতিকে না আর বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুক্রবার দুর্নীতি বিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে তারা নিজেদের এই অবস্থানের কথা জানায়। রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে এ কর্মসূচি পালন করে।
প্রথমে পবা উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। পরে শিক্ষার্থীরা বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করে। জেলা ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, নওহাটা পৌর মেয়র মকবুল হোসেন, কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী, পবা উপজেলার ভাইস চেয়ারম্যান আশরাফুল হক তোতা, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অতিরিক্তি পরিচালক মজিবুর রহমান পাটোয়ারি, উপ-পরিচালক লুৎফর রহমান।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৭/হিমেল