চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গায় ট্রাক্টরের সাথে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইছানুল হক (১২) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ। ইছানুল ঠাকুরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং ঠাকুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, ইছানুল হক (১২) শুক্রবার সকাল ১০টার দিকে বাইসাইকেল চালিয়ে নিজ গ্রাম থেকে কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিল। ঠাকুরপুর-কার্পাসডাঙ্গা সড়কের আরামডাঙ্গায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি ধাক্কা লেগে গুরুতর আহত হয় ইছানুল। চুয়াডাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৭/হিমেল