নীলফামারীর ডোমার উপজেলায় ডোমার বাজার ও বাসস্ট্যান্ড থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার ছোট রাউতা এলাকার রামনাথ (৬১) ও চিকনমাটি এলাকার ছয়ফুল ইসলামের ছেলে আব্দুর রশিদ (৩৪)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সকালে ডোমার বাজার থেকে ১০ পুরিয়া গাঁজাসহ রামনাথকে ও হতে বাসস্ট্যান্ড থেকে ১০ পুরিয়া হেরোইনসহ আব্দুর রশিদকে আটক করা হয়।"
তিনি আরও বলেন, "তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০