সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বেপরোয়া ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন- সাব্বির ও দুলাল। উভয়ের বাড়িই সিলেটের কানাইঘাট উপজেলায়।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেট-বিয়ানীবাজার সড়কের মোহাম্মদপুর টিকরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, গোলাপগঞ্জমুখী ট্রাকটি কানাইঘাটমুখী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আরেকজন ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারে পুলিশ তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫