দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বরিশাল নগরীতে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শিত হয়েছে। আজ শুক্রবার সকালে নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় মাঠে বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং ত্রান ও দুর্যোগ অধিদপ্তর এই মহড়ার আয়োজন করে।
মহড়া প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন, বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিনের নেতৃত্বে ঘন্টাব্যাপী বিভিন্ন দুর্যোগ মোকাবেলার উপর মহড়া প্রদর্শিত হয়। শুধু বরিশাল বিভাগীয় শহরেই নয়, জেলার সকল উপজেলায় এই ধরনের মহড়া অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭