শিক্ষার্থীদের ভিতরে সততার চর্চা এবং নৈতিকতা তৈরীর উদ্দেশ্যে দুর্নীতিকে না বলুন এই শ্লোগানে লালমনিরহাটে পালিত হয়েছে দুনীর্তি বিরোধী মানববন্ধন। শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সততা সংঘের ব্যবস্থাপনায় এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
আজ শুক্রবার সকালে জেলার মিশনমোড় চত্বরে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারেরও বেশি শির্ক্ষাথী, শিক্ষক, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবির মানুষজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রনব কুমার বিশ্বাস। এতে জেলা প্রশাসক আবুল ফয়েজ মো: আলাউদ্দিন খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ক্যাপ্টেন(অব:) আজিজুল হক বীরপ্রতিক, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল হামিদ বাবু উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০