ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত সেই শিশুর নাম মিশু আক্তার (১১)। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সন্ধ্যায় ওই এলাকায় রাস্তা পার হচ্ছিল মিশু। এ সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।"
তিনি আরও বলেন, "এ ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।"
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২