সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পঁওতা গ্রামে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম ইসমাইল হোসেন (৩০)।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ইসমাইল উপজেলার বারুহাস ইউনিয়নের পওতা গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
নিহতের মামা বাশির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বিকেলে ইসমাইল নিজ বাড়ির গাছ থেকে তেঁতুল পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।"
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৫