কক্সবাজারের চকরিয়ায় ম্যাজিক গাড়ির চাপায় জাফর আলম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
রাত ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মৃত নুর আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক জাফর ডুলাহাজারা বাজার থেকে বাড়ি আসার পথে বেপরোয়া গতিতে ছেড়ে আসা একটি ম্যাজিক গাড়ি তার ভ্যানের পেছনে জোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ধুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চালক জাফর নিহত হন।
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন