বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে বিছাড়ীঘাটা গ্রামে আনোয়ার মাতব্বরের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আনোয়ার মাতব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও রিয়াজ (১২) নামের এক ছেলে আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আনোয়ার মাতব্বরের ছেলে হেলাল মাতব্বর রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। মামলায় পৌর তরুণলীগের সভাপতি মিরাজ ফরাজীকে প্রধান আসামি করা হয়েছে।
এ ব্যাপারে ওসি রাসেদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। মামলার কার্যক্রম শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৭/হিমেল