রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে রাজধানীর শাহজাহানপুর ও ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের কাছ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবা করা হচ্ছে। পরে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৭/হিমেল