টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসস্থ ঘাটাইল গলফ ক্লাবে দুই দিনব্যাপী “ষষ্ঠ লাবিব প্রেসিডেন্ট” কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গলফ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাহউদ্দিন আলমগীর, উপ-মহা ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল ইসলাম, গলফ ক্লাবের সদস্য, সামরিক কর্মকর্তা এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী গলফাররা।
এ টুর্নামেন্টে ঘাটাইল ছাড়াও যমুনা, ময়মনসিংহসহ দেশের অন্যান্য গলফ ক্লাব থেকে বিভিন্ন ইভেন্টে ১০০ জন গলফার অংশগ্রহণ করেন। পরে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক টুর্নামেন্টে বিজয়ী খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৭/হিমেল