শরীয়তপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এহ্সানুল হকের সভাপতিত্বে সম্মেলনে ম্যাজিষ্ট্রেট বৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশের উদ্ধর্তণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে শনিবার সকাল ১০টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোঃ মুজাহিদ-উল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কানিজ তানিয়া রূপা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তানভীর হায়দার, জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি সহকারী কমিশনার মাহবুবা রহমান, সহকারী পাবলিক প্রসিকিউটর মোঃ আবদুল আউয়াল এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৭/হিমেল