গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ড্রেনে পড়ে অজ্ঞাত এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ড্রেনে পড়ে যায় ওই কিশোরী। মুহূর্তের মধ্যে ড্রেনের গভীরে পানির স্রোতে ভেসে প্রায় ৮০ ফুট দূরে চলে যায়। এসময় আধা ঘণ্টা চেষ্টার পর পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কালো রংয়ের বোরকা রয়েছে।
বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৭/হিমেল