নীলফামারীতে প্রায় হাজার বছরের পুরোনো কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে জেলার সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে একটি পুকুর খননের সময় ওই মূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ সেটি উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, ওই গ্রামে হিন্দু ধর্মের হরিমন্দিরের একটি পুকুর খননের কাজ চলছিল। মাটি খননের সময় ওই মূর্তিটি দেখতে পায় শ্রমিকরা। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনূর রহমান বলেন, পুকুর খননকালে মাটির নীচ থেকে পাথরের মূর্তিটি বেড়িয়ে আসে। সেটি অনেক দামি মনে হওয়ায় থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই মূর্তিটি উদ্ধার করে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আকতার বলেন,‘উদ্ধার হওয়া বুদ্ধদেবের মূর্তিটি কষ্টি পাথরের। মূর্তিটির দৈর্ঘ সাত ইঞ্চি এবং প্রস্থ্য সাড়ে চার ইঞ্চি। উদ্ধারের পর সেটি আপাতত থানায় রাখা হয়েছে।
রাজশাহী বিভাগের প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা খবর পেয়ে থানায় এসে মূর্তিটি দেখেছেন। সেটি হাজার বছর পূর্বের গৌতম বুদ্ধের কষ্টি পাথরের মূর্তি বলে নিশ্চিত করেছেন।’
ওই কর্মকর্তা নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নে অষ্টম খ্রীষ্টাব্দের ঐতিহাসিক নিদর্শণ রাজা বিরাটের বিন্নাদিঘীর প্রত্নতাত্বিক নিদর্শণ উদ্ধারের খনন কাজে নীলফামারীতে অবস্থান করছেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬