গাজীপুরের কালীগঞ্জে বাসের নিচে চাপা পড়ে রনি (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন আরোহী আহত হয়েছে। নিহত রনি কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর গ্রামের জালাল উদ্দিন জালুর ছেলে।
এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নরসিংদী থেকে টঙ্গীগামী একটি বাস কালীগঞ্জগামী একটি মোটরসাইকেলকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ শ্রমিক বিশ্ববিদ্যালয় কলেজের সামনে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রনি ঘটনাস্থলেই মারা যায়। আরেক আরোহী রিফাত গুরুতর আহত হয়। স্থানীয়রা রিফাতকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নিহত রনি স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাজ করত। আহত রিফাত (১৬) উত্তর ভাদার্ত্তী গ্রামের শিপন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করত।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, ঘটনার পর টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বিডি প্রতিদিন/৮ এপ্রিল ২০১৭/হিমেল