গতানুগতিক শিক্ষার বাহিরে বাস্তবমুখি শিক্ষায় মনোনিবেশ করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন সংষ্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর। আজ দুপুরে নীলফামারী বড় মাঠে দিনব্যাপী লার্নিং এন্ড আর্নিং মেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা ও লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের পরিচালক মীর্জা আলী আশরাফ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত এ মেলায় ১৩ জন ফ্রিল্যান্সার ছাড়াও ২৭ টি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান অংশ নেয়।
এরপর জেলা শিল্পকলা অডিটরিয়ামে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এসএমই উদ্যোক্তা-ব্যাংকার সম্মেলণের উদ্বোধন করেন মন্ত্রী। জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে সম্মেলণে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফাসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় উদ্যোক্তারা অংশ নেন সম্মেলণে। সম্মেলণ শেষে ১১ জন উদ্যোক্তাকে এক কোটি ২০ লাখ টাকার ঋণ দেয়া হয়।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০