ময়মনসিংহে পানিতে ডুবে জুলুফা আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার আজমতপুর এলাকার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। জুলুফা নগরীর জামতলা এলাকার মডেল কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সে ওই এলাকার হাফেজ এহসান আলীর মেয়ে।
ময়মনসিংহ মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মানিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে জুলুফাকে নিয়ে তার বড় মামা আব্দুল হক সদর উপজেলার আজমতপুর গ্রামে বেড়াতে যায়। সেখানে দুপুরে জুলুফা পুকুরে গোসল করতে নামে। অনেক সময় পরও পানি থেকে উঠে না আসায় পুকুরে নেমে জাল ও বাঁশ ফেলে জুলুফার মৃতদেহ উদ্ধার করে স্বজনরা। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুলুফাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ