রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পানিতে ডুবে হিরো ইসলাম নামে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হিরো ওই গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে হিরো পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৭/হিমেল