কুড়িগ্রামের রৌমারীতে গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের মাধ্যমে রবিবার উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তঘেষা আলগারচর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার উত্তর আলগার চর গ্রামের আব্দুসছালাম এর পুত্র গাঁজা ব্যবসায়ী মিলন (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিলন গাঁজা ব্যবসা করে আসছে। মিলন একজন গাঁজা সেবন ও গাঁজা ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এস আই) চাঁন মিয়া জানান, গোপন সংবাদের সূত্র ধরে গাঁজা ব্যবসায়ি মিলন কে ৫ কেজি ৪০০ গ্রামসহ হাতে নাতে আটক করা হয়।
বিডিপ্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৭/ ই জাহান