বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন
রাজশাহীতে আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীতে দুইজন, মোহনপুরে পুলিশের এক সদস্য ও নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এক নারী নিহত হন। এসব ঘটনায় আহত হয়েছেন ৬ জন।
পুলিশ জানান, আজ গোদাগাড়ীর মহিষালবাড়ি সিঅ্যান্ডবির মোড় ও শহীদ ফিরোজ চত্বরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়েন উজানপাড়া গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে আফসার আলী (৭৫) ও চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের সাতরাকপুর গ্রামের মৃত জালাল আলীর ছেলে ট্রাকের হেলপার জাহিদ আলী (২০)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুল আলম মুন্সি জানান, লাশ উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে নেওয়া হয়েছে।
রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তার নাম সেলিম হোসেন (৫০)। তিনি পবা থানায় বিশেষ গোয়েন্দা (ডিএসবি) শাখায় কর্মরত ছিলেন। একই ঘটনায় ডিএসবিতে কর্মরত এসআই কাইয়ুম খান আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মোহনপুর উপজেলা সদরের মেডিকেল মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূইয়া জানান, নিহত কনস্টেবল সেলিম হোসেন ও এসআই কাইয়ুম খান পাসপোর্টের তদন্ত করতে যাচ্ছিলেন মোহনপুরের দিকে। এসময় বাগমারার ভবানীগঞ্জগামী একটি বাস রাজশাহীর দিকে আসছিল। বিাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী সেলিম হোসেন এবং তার সঙ্গে থাকা এসআইকে ধাক্কা দেয়। এতে রাস্তায় লুটে পড়েন তারা দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে এলে কনস্টেবল সেলিম হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি আরও জানান, আহত এসআই কাইয়ুম খানকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নগরীতে বাস ও অটোরিক্সার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হলেন মো. মিনারুল হোসেনের স্ত্রী রুবিনা বেগম (৩২)। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহত নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আহতদের মধ্যে দুইজন মোটরসাইকেল আরোহী ও একজন শিশু আছে। মনিরা নামের বাসটি রেল স্টেশনের দিকে আসছিল। আর রাস্তার ডান পাশে একটি অটো ছিল। এসময় বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এই বিভাগের আরও খবর