নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনায় কবর থেকে কিশোরী পান্না আক্তারের লাশ উত্তোলনের নির্দেশ দিয়েছে নেত্রকোনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পুনরায় ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, কিশোরী পান্না আক্তারকে গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা মামলার তদন্তের জন্য লাশ ময়না তদন্ত করতে আদালতে আবেদন করা হয়েছিল। আদলতের নির্দেশে আজ লাশ উত্তোলন করা হবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদা পারভিনের উপস্থিতিতে লাশ উত্তোলন কার্যক্রম শুরু হবে। তিনি আরও জানান, ইতিমধ্যে এই মামলার দুই আসামি গ্রেফতার হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার