মুন্সীগঞ্জ সদর উপজেলার ভিটিশিলমন্দী এলাকার বারেক ল্যাংটার মাজারে ২ নারীকে গলা কেটে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দুজন হলেন মাজারের খাদেম মাসুদ কোতওয়াল (৫৫)এবং ওই এলাকার স্থানীয় বাবু সরকার (২৫)।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফাফিজুর রহমান এ ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, নিহত তাইজুন খাতুনের পুত্র কফিলউদ্দিন(২৫) বাদী হয়ে অজ্ঞাত সংখ্যক লোককে আসামি করে মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা রুজু করেন। ঘটনার পরপরই সন্দেহভাজন ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে মাজারের খাদেম মাসুদ কোতওয়াল ও বাবু সরকার নামের ২জনের বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়ায় তাদেরকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডের কারণ অনুসন্ধানের জন্য আদালতে আসামিদের ১০দিনের রিমান্ড আবেদন করা হবে।
তিনি আরো জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা আলমগীর হোসেনকে। এ ছাড়া এই জোড়া খুনের রহস্য উদঘাটনে পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করছে। পুলিশ মূলত দুটি বিষয় মাথায় রেখে তদন্তে নেমেছে। প্রথমত ধারণা করা হচ্ছে মাজারে আসা ভক্তদের দেওয়া টাকা পয়সার বা অর্থনৈতিক বিষয়ে এ ঘটনা ঘটতে পারে অপর দিকে পারিবারিক সম্পত্তির বিরোধের জের হিসেবেও এটা ঘটতে পারে। তদন্তের স্বার্থে বেশ গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। খুব শিঘ্রই এই হত্যাকান্ডের মূল রহস্য উৎঘাটিত হবে এবং প্রধান আসামিদের আটক করা হবে।
উল্লেখ্যঃ বুধবার সকালে মুন্সীগঞ্জ পৌর এলাকার ভিটিশীলমন্দি এলাকায় বারেক ল্যাংটার মাজার থেকে মাজারের খাদেম আমেনা বেগম ও মাজোরে অপর ভক্ত তাইজুনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন