চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জনি (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।জনি একই এলাকার আব্দুল করিমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমিরুল্লাহ বলেন, খুলশীর ঝাউতলা বাজারের একটি মুরগির দোকানে এক তরুণ বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ইমরান জাহান/ ১৪ সেপ্টেম্বর, ২০১৭