ঝিনাইদহ শহরের মধু এন্টারপ্রাইজ নামের একটি চাউলের দোকান থেকে খাদ্য অধিদপ্তরের সিল যুক্ত ২ শ’ বস্তা সরকারি চাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিএলএসডি) জসিম উদ্দিন সহ ৪ জনকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, জেলা শহরের বাঘা যতিন সড়কের মধু এন্টারপ্রাইজ নামের একটি চাউলের দোকানে খাদ্য অধিদপ্তরের সিল যুক্ত জেলা সদর খাদ্য গুদামের সরকারী চাউল বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ওই দোকানের গুদাম থেকে ২ শ’(দুইশত) বস্তা চাউল জব্দ করা হয়। তখন দোকানের মালিক ওলিয়ার রহমান ও টিপু মুন্সি পালিয়ে গেলে তার ভাই গোলাম মো. কিবরিয়া(২৭), কর্মচারী রাকিব হোসেন(২৫) ও হিমেল(২২)কে আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তী মোতাবেক ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জেলা সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের ৬জনকে আসামী করে একটি মামলার দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ইমরান জাহান/ ১৪ সেপ্টেম্বর, ২০১৭