টেকনাফে ১২ হাজার ২শত ৩২ পিস ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিক আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ। ধৃত ব্যক্তি আকিয়াব জেলার মংডুর নন্দাখালী মৃত নুর মোহাম্মদের ছেলে মজিবর রহমান (২৫)।
১৪ সেপ্টেম্বর ভোররাতে দমদমিয়া বিওপির সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহলদল দমদমিয়া চেকপোষ্টে সকল প্রকার যানবাহন তল্লাশীর কাজে নিয়োজিত ছিল। এ সময় টেকনাফগামী সিএনজিতে আরোহিত যাত্রীদের তল্লাশীকালীন একজন যাত্রীর স্কুল ব্যাগ তল্লাশী করে ছত্রিশ লক্ষ উনসত্তর হাজার ছয়শত টাকা মূল্যমানের ১২,২৩২ পিস ইয়াবা ট্যাবলেট, বাংলাদেশী নগদ- সাতাশ হাজার টাকা, মিয়ানমারের কিয়াট পঁয়ষট্টি হাজার এবং আট হাজার টাকা মূল্যমানের একটি মোবাইল ফোনসহ জব্দ করা হয়।
বিজিবি-২'র অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধ ও অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ধৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করতঃ ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, বাংলাদেশী নগদ টাকা, মিয়ানমারের কিয়াট ও মোবাইল ফোনসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ইমরান জাহান/ ১৪ সেপ্টেম্বর, ২০১৭