রোহিঙ্গা শরণার্থীদের জন্য নিয়ে আসা ৯ হাজার প্যাকেট ত্রাণ শেষ পর্যন্ত আর বিতরণ করতে পারছে না জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রাণের ওই প্যাকেটগুলো আনলোড করে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে গুদামজাত করা হচ্ছে।
জেলা বিএনপি সভাপতি শাহজাহান চৌধুরী জানিয়েছেন, জেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় আপাতত ত্রাণের প্যাকেট আনলোড করে ফেলা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকা থেকে আসা ত্রাণ দলটি এখনও কক্সবাজার অবস্থান করছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো: আলী হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, বিএনপিকে ত্রাণ বিতরণে বাধা দেয়া হয়নি। ত্রাণ বিতরণে সরকারি নির্দেশ অনুয়ায়ী সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরনের লক্ষ্যে জেলা প্রশাসনের ত্রাণ ভান্ডারে জমা দিতে বলা হয়া। তবে তাদের বলা হয়েছে কিছু রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য। বাকী ত্রাণ সুশৃঙ্খলভাবে প্রশাসন বিতরণ করবে। তাতে রাজি হয়নি।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, ২২টি ট্রাকে প্রায় ৯ হাজার প্যাকেট ত্রাণ রয়েছে। যার মধ্যে চাল, ডাল, লবণ, তেল, পানি, চিনি ও বিস্কুট এবং মোম রয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন