মাদারীপুরের কালকিনিতে ইতি বৈদ্য নামের এক কলেজছাত্রীকে অপহরণের চেষ্টাকালে রাম দেব (২৭) নামের ১জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় অপহরণকারীদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, আগৈলঝাড়ার উৎপল বৈদ্যর কলেজ পড়ুয়া মেয়ে ইতি বৈদ্য কলেজে থেকে বাড়ি যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ভুরঘাটা নামকস্থানে আসেন। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা কুমিল্লা জেলার বাগমাড়া উপজেলার নওড়া গ্রামের ননী গোপালের ছেলে রাম দেব ও মোকলেসুর রহমান মিলে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় ওই কলেজছাত্রীর চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের আটক করেন। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে মাইক্রোবাসটি জব্দ করেন এবং রাম দেব ও মোকলেসুর রহমানকে আটক করেন।
এ ব্যাপারে রামদেব দাবী করেন, আমার সাথে ইতি বৈদ্যর সাথে র্দীঘ দিনের প্রেমের সর্ম্পক। তার পরিবারের সাথে আমার ভাল সর্ম্পক।
এব্যাপারে কালকিনি থানার এসআই মো. কাঞ্চন মিয়া বলেন, আমরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১জনকে আটক করেছি। এবং একটি সাদা রংয়ের মাইক্রোবাস জব্দ করেছি।
বিডি প্রতিদিন/ ইমরান জাহান/ ১৪ সেপ্টেম্বর, ২০১৭