মাদরীপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে মাদারীপুর সদর উপজেলার কুমাড়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। নাম নূর-নাহার (৬)।
বৃস্পতিবার দুপুরে একটি বেপরোয়া ব্যাটারী চালিত অটোবাইকের ধাক্কায় সে নিহত হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কুমড়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আঞ্চলিক সড়কটি নূরনাহার পাড় হতে গেলে দ্রৃতগামী বেপরোয়া ব্যাটারী চালিত অটোবাইক ধাক্কা দেয়। এতে পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম কুমড়াখালী গ্রামের নুর ইসলামের বড় মেয়ে নুরনাহার গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
এই ঘটনায় রাজৈর উপজেলার সাতারিয়া গ্রামের ছালাম মাতুব্বারের ছেলে অটো চালক সুমন মাতুব্বারকে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।
মাদারীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছে।
বিডি প্রতিদিন/ ইমরান জাহান/ ১৪ সেপ্টেম্বর, ২০১৭