ভোলার চরফ্যাশনে নির্মানাধীন বিল্ডিংয়ের ট্যাংকি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে ২ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার পৌরসভা ৫নং ওয়ার্ডে মাওলানা ভাসানী সড়ক সংলগ্ন নির্মাণাধীন বহুতল ভবনের আন্ডার গ্রাাইন্ডে (পানির ট্যাংকির মধ্যে সেন্টারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে জিন্নাগড় ৯নং ওয়ার্ডের আ. মন্নান ছেলে ইউসুূফ (৩০), এবং ৭নং ওয়ার্ডের ভালু মুন্সীর ছেলে আব্বাস (৩৫) মারা যান।
ফ্যায়ার সার্ভিস কর্মীরা ওই পানির ট্যাংকি থেকে দুই শ্রমিককে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
ওই বহুতল ভবনের প্রহরী মোতালেব হোসেন জানান, ট্যাংকিতে ৩/৪ফুট পানি দির্ঘদিন বদ্ধ ছিল।
চরফ্যাশন থানার ওসি জানান, ট্যাংকির ভিতরে দীর্ঘ দিনের বিষক্রিয়া অবস্থায় নিচে নামার পর শ্রমিকেরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।
বিডি প্রতিদিন/ ইমরান জাহান/ ১৪ সেপ্টেম্বর, ২০১৭