নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. বয়তুল মণ্ডল (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চকাবির গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক বয়তুল ওই গ্রামের মৃত সুলতান মণ্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বয়তুলের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম