পটুয়াখালীতে র্যাব-৮ এর অভিযানে ৪০ লিটার বাংলা মদসহ মনচোহান ওরফে মঞ্জু (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কেরানীপাড়া গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-৮ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটক মনচোহান ওরফে মঞ্জু পটুয়াখালীর মহিপুর থানার কেরানীপাড়া এলাকার মৃত অংলারী ফকিরের ছেলে।
র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার মুহাম্মদ ছুরত আলমের (অতিরিক্ত পুলিশ সুপার) নেতৃত্বে ওই অভিযানে মঞ্জুকে আটক করা হয়। এ ঘটনায় রাতে মহিপুর থানায় মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম