ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার নাম জামাল, বয়স ৪২ বছর। শুক্রবার ভোরে উপজেলার বাদামবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ১২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জামাল উপজেলার দালালবস্তী গ্রামের তাহের আলীর ছেলে।
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ