দিনাজপুরে পুলিশি অভিযান বিভিন্ন মামলার ৪০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদকদ্রব্যও উদ্ধার করেছে।
এ ব্যাপারে দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক ৪০ জন আসামিকে গ্রেফতার করেছে। এর মধ্যে ১১ জন মাদক মামলার আসামি রয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা, ২৯ বোতল ফেন্সিডিল, ৯৫০ গ্রাম গাঁজা ও ৯ লিটার চোলাই মদ, হেরোইন ৪ গ্রাম উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পরে আটক ৪০ জনকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সূত্র: বাসস
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ