কুষ্টিয়ায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৪ জনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কুষ্টিয়ার সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা, ইবি ও দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৪ জনকে আটক করা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৫ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ