মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে নেত্রাকনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ হেফাজত ইসলাম জেলা শাখার ব্যানারে বাদ জুমা শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। অপরদিকে বারহাট্টা রোডস্থ মিফতাহুল উলুম মাদ্রাসা থেকে খেলাফত আন্দোলনসহ বিভিন্ন ইসলামিক সংগঠন ও মুসুল্লিরা বিক্ষোভ মিছিল বের করে।
পাশাপাশি বড় বাজার মসজিদ থেকেও মুসুল্লিরা তেরিবাজার মোড়ে এসে একত্রিত হন। পরে খন্ড খন্ড মিছিলগুলো একসাথে হয়ে মোক্তারপাড়া জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এসময় হাজারো মুসল্লিরা হেফাজত ইসলামের আমির মুফতি তাহের কাশেমীর নেতৃত্বে দোয়া পরেন। পরে বক্তব্য রাখেন, মিফতাহুল উলুম মাদ্রাসার মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল বাতেন, হাফেজ দিলওয়ার হোসাইন, আবু সায়েম খান, মাওঃ আরশাদুর রহমান আকন্দ, গাজী আব্দুর রহিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মুসুলমানদের উপর যে ভাবে অত্যাচার নির্যাতন করছে তা অবিলম্বে বন্ধ না করলে সারা বিশ্বের মুসলিম জনতা জেগে উঠবে। তারা অং সান সু চির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেন।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৭/হিমেল