বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কাথহালী গ্রামে অটোভ্যানের চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের কাথহালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিমুদ্দিন (৪২) ঐ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
জানা গেছে, সকালে আছিমুদ্দিন অটোভ্যানের চার্জার খুলতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে তার বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছেন। দুপচাঁচিয়া থানার এস আই নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৫ সেপ্টেম্বর ২০১৭/হিমেল