গোপালগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক চেয়ারম্যান মিয়া আরিফুজ্জামান রিফু(৬৫) ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে---রাজেউন)।
রবিবার সকালে ঢাকা ক্যান্সার সোসাইটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বেশ কিছু দিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
গোপালগঞ্জ প্রেসক্লাব চত্বর, এসকে আলিয়া মাদরাসা প্রাঙ্গন ও সদর উপজেলার আড়পাড়া গ্রামে জানাযা শেষে রবিবার রাত ১০.০০ টায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তিনি গোপালগঞ্জ জেলা শহরের থানা পাড়ার বাসিন্দা ছিলেন। তিনি দৈনিক প্রথম আলো ও নয়া দিগন্ত পত্রিকায় কাজ করেছেন। তার মৃত্যুতে গোপালগঞ্জ -২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ-১ আসনের সাবেক এমপি এফই শরফুজ্জামান জাহাঙ্গীর, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন