নোয়াখালীর চৌমুহনীতে বিদ্যুৎস্পৃষ্টে পারভেজ (৩৫) নামের এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ডেল্টাজুট মিলের দীঘিতে একদল জেলে মাছ ধরতে যায়। এ সময় পানিতে নামার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয় পারভেজ নামের এক জেলে। পরে তাকে মিলের লোকজনের সহযোগিতায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত পারভেজের বাড়ী সদর উপজেলার অশ্বদিয়া ইউপির কিল্লারচর গ্রামে বলে জানা যায়।
জানা গেছে, চৌমুহনী ডেল্টা জুটমিলের দুইটি দীঘিতে ডেল্টা জুটমিল কর্তৃপক্ষ প্রতিবছর মাছের চাষ করে থাকে। এ দীঘিগুলো থেকে চোরের দল মাঝে মধ্যে মাছ চুরি করে নিয়ে যায়। মিল কর্তৃপক্ষ এরই প্রেক্ষিতে প্রতিটি পুকুরে বিদ্যুত পাতিয়ে রাখে। পরে এ বিদ্যুতের পাতানো তারেই জড়িয়ে সে মারা যায়।
ডেল্টাজুট মিলের প্রশাসনিক কর্মকর্তারা জানান, তাদের অনুমতি নিয়েই জেলের দল পানিতে মাছ ধরতে নামে। ভুলবশত পুকুরের পাশে থাকা বিদ্যুতের পিলার থেকে আসা তারে জড়িয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার