কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় ঢাকাগামী রয়েল কোচ সার্ভিসের একটি বাস থেকে এসব ককটেল উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
এ সময় শাহাবুদ্দিন নামে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। শাহাবুদ্দিন ভোলার রাম মোহন উপজেলার কালামা গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার বিকেলে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের শহীদনগর এলাকায় যানবাহনে তল্লাশি চালায়। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি রয়েল কোচে তল্লাশি চালিয়ে লাগেজ ক্যারিয়ার থেকে একটি ব্যাগে ভর্তি ৪টি ককটেল উদ্ধার করা হয়। এ সময় শাহাবুদ্দিন(৩০) নামে সন্দেভাজন এক যুবককে আটক করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশিকালে ৪টি ককটেল উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে আটক ওই বক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন