দিনাজপুর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য বখতিয়ার আহমেদ কচিকে (৩৮) আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে কালিতলা এলাকায় নাবিল পরিবহন কাউন্টার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কচি দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খতিব উদ্দিন আহমেদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার নৈশ্যকালীন ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গৌতম কুমার জানান, থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম