নেত্রকোনায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে দুই জেলের জরিমানা করা হয়েছে। একইসঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের সেই কারেন্ট জালও। জরিমানা গোনা দুই জেলে হলেন কালডোয়ার গ্রামের রূপন ও সোহেল।
সোমবার রাতের আঁধারে অভিযান চালিয়ে জেলার পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নমিতা দে’র ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
পূর্বধলা উপজেলার নির্বাহী কর্মকর্তা নমিতা দে জানান, দীর্ঘদিন ধরে ওঁৎ পেতে ছিলাম। অবশেষে রাতের আঁধারেই তাদের ধরতে হলো। দুই জেলের কারেন্ট জাল পুড়িয়ে দিয়ে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন