ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয়দিনের মতো অব্যাহত রয়েছে। ফলে মঙ্গলবারও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে উভয় পাড়ে ৫ শতাধিক আমদানিপণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, সেদেশের সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে কাস্টমস’র পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করার প্রতিবাদে তারা এই কর্মবিরতির ডাক দেয়।
এ ব্যাপারে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবু মুসা জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এ পত্রে জানানো হয়েছে, ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো অ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সে দেশের কাস্টমসের পক্ষ থেকে বসিরহাট থানায় গত ১৭ আগস্ট একটি সাধারণ ডায়েরি করা হয়।
চলতি মাসের ৯ তারিখের এই মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংগঠনটি সোমবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেয়।
আবু মুসা আরও বলেন, সেদেশের অ্যাসোসিয়েশনের সকল সদস্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করায় আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। আর শ্রমিকদের কর্মবিরতির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
এ প্রসঙ্গে ভোমরা স্থল বন্দরের সহকারী কমিশনার রেজাউল হক জানান, ভোমরা কাস্টম অফিস চালু রয়েছে। তবে পণ্যবাহী কোনো পরিবহন আজও প্রবেশ করেনি বাংলাদেশে।
বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ