এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চর জাজিরা গ্রামে প্রতিপক্ষের হামলায় জিহাদ মোল্যা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আজিজুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার রাতইল ইউনিয়নের চর বুধপাশা গ্রামের আঞ্জু চেয়ারম্যান গ্রুপ ও চর ভাটপাড়া গ্রামের পলাশ মোল্যা গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পলাশ গ্রুপের সমর্থক চরজাজিরা গ্রামের রুকু মোল্যার ছেলে জিহাদ মোল্যা ও তার ভাই রাজু মোল্যা বাড়ি থেকে কালনা ঘাটে যাওয়ার সময়, প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জিহাদ মোল্যা নিহত এবং তার ভাই রাজু মোল্যাসহ পাঁচজন মারাত্মক আহত হয়েছেন।
জিহাদের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের মধ্যে রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ একে এম আলীনূর হোসেন পিপি এম জানান, হত্যার সাথে জড়িত সন্দেহে আজিজুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার শান্তির লক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা তিনি।
বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ