সুনামগঞ্জে সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচিভুক্ত ওএমএসের চালসহ সব ধরনের চালের দাম বৃদ্ধির প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। আজ দুপুরে শহরের পুরাতন বাস স্টেশনের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
লিখিত বক্তব্যে জানানো হয়, হাওরের বোরো ফসলের চরম বিপর্যয়ের পর বিপর্যস্ত কৃষক সমাজ এমনিতেই দিশেহারা। তার ওপর সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন জেলার আমন চাষীরাও।
এমন অবস্থার মধ্যে কৃষকের খাদ্য-বস্ত্রের সংস্থানের মতো মৌলিক চাহিদা পূরণের ক্ষমতাও হারিয়ে ফেলেছে। এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে যখন বিনামূল্যে অসহায় কৃষকের মাঝে চাল দেওয়ার কথা, সেটা না করে ওএমএসের চালের দাম বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, এটা দুর্গত মানুষের সাথে চরম অন্যায় আচরণ বলে মনে করছে বিএনপি। পূর্ব ঘোষণা ছাড়াই চালের দাম বাড়িয়ে জেলার হতদরিদ্র মানুষকে চরম খাদ্য নিরাপত্তাহীনতার মাঝে ঠেলে দেওয়া হয়েছে।
আগামী বোরো ফসল ঘরে ওঠার পূর্ব পর্যন্ত সারা জেলায় ১৫ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি অব্যাহত রাখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি আকবর আলী, ফারুক আহমদ, সেলিম উদ্দিন, আনিসুল হক, রেজাউল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম সম্পাদক নূর হোসেন, মুনাজ্জির হোসেন সুজন, জেলা বিএনপি নেতা শেরগুল আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৭/হিমেল