লক্ষ্মীপুরের কমলনগরে সংখ্যালঘু এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় মামলা হলে প্রধান অভিযুক্ত আবু তাহেরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। একই সাথে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আদালতে প্রেরণ ও ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়।
এর আগে গতকাল রবিবার রাতে দিকে স্থানীয় চর জাঙ্গালিয়া গ্রামের ৯নং ওয়ার্ডের নিজ ঘরের পাশের পকুর ঘাট থেকে ওই গৃহবধূকে জোরপূর্বক তুলে বাগানে নিয়ে আবু তাহের একাধিকবার ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়। ঘটনার পর ভিকটিমকে স্থানীয়রা উদ্ধার করে করইতলা হাসপাতালে ভর্তি করে। দুইদিন পর তাকে মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালে পাঠানো হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের ভাশুর সুদীপ চন্দ্র দাস বাদী হয়ে আবু তাহের ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। পুলিশ তাহেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। ঘটনার তদন্ত চলছে বলে জানান এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৭/মাহবুব